নিজস্ব সংবাদদাতা : ১৬ নং জাতীয় সড়কে অটো উল্টে আহত ৩। বুধবার সন্ধ্যা ৬ টা নাগাদ ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার রাজাপুর থানা এলাকার খলিশানীতে।
সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় একটি যাত্রীবোঝাই অটো ১৬ নং জাতীয় সড়কের কোলঘাটমুখী লেন ধরে খলিশানী কালীতলা থেকে উলুবেড়িয়ার দিকে যাচ্ছিল।
জানা গেছে, খলিশানী রথতলার কাছে অটোটি একটি বাসকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই ঘটনায় এক মহিলা সহ মোট ৩ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ভর সন্ধ্যায় এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের কোলাঘাটমুখী লেনে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।