ভোররাতে উলুবেড়িয়ায় বোমা ফেটে আহত ৩, চাঞ্চল্য

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : ভোটের কয়েকদিন আগেই ভোররাতে বোমা ফাটার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া থানার মৌবেশিয়া এলাকায়। জানা গেছে, এই ঘটনায় মোট তিনজন আহত হয়েছে। তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর। আশঙ্কাজনক অবস্থায় শুকুর আলী নামের একজনকে কোলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তৃণমূলের অভিযোগ, শুকুর আলী আগে সিপিআইএম করলেও বর্তমানে আইএসএফের সমর্থক। তাদের অভিযোগ, বুধবার ভোররাতে শুকুর আলী তার দু’ই সঙ্গীকে নিয়ে নিজের বাড়িতে বোমা বাঁধছিলেন। অসাবধানবশত বিস্ফোরণ ঘটে যায়। শুকুরের দু’ই সঙ্গীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও শুকুর আলীর আঘাত গুরুতর হওয়ায় তাকে কোলকাতায় স্থানান্তরিত করা হয়।

তৃণমূলের আরও অভিযোগ, এলাকার মানুষকে ভোটের আগে সন্ত্রস্ত করার জন্যই এলাকায় বোমা মজুত করছে বিরোধীরা। খবর পেয়ে উলুবেড়িয়া মহকুমা পুলিশ আধিকারিক অনিমেষ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ।