দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা, উপকূল ও নদীতীরবর্তী এলাকায় বন্যার আশঙ্কা

By superadmin

Published on:

শান্তনু ব্যানার্জী: আজ, মঙ্গলবার, ১৫ ই জুলাই, কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের সঙ্গে অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও অধিকাংশস্থানে গভীর নিম্নচাপের প্রভাবে মাঝারি থেকে বিক্ষিপ্ত ভাবে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রপাতের সতর্কতা বেশি থাকবে।বজ্রপাতের সতর্কতা অবলম্বন করবেন। উত্তরবঙ্গের জেলাগুলিতে ও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে।অবশ্যই বজ্রপাতের সতর্কতা অবলম্বন করবেন। উপকূলবর্তী জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া যেতে পারে।অস্থায়ী দমকা হাওয়া সর্বোচ্চ ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় বয়ে যেতে পারে। আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টা পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি থাকবে। ঝাড়খণ্ডের ভারী বৃষ্টির জেরে আগামী চার দিনে ডিভিসি জল ছাড়া পরিমাণ অনেকটাই বৃদ্ধি করবে অপরদিকে গঙ্গার ফারাক্কা ব্যারেজ ও জল ছাড়া পরিমাণ বৃদ্ধি করবে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে ভাগীরথী ও হুগলি নদীতে গঙ্গার জলস্তর বিপদ সীমার কাছাকাছি বইছে সুতরাং বুঝতেই পারছেন যে ডিভিসি যদি জল ছাড়ার পরিমান আরও বাড়ায় তাহলে গঙ্গা অববাহিকার নিম্ন অঞ্চলের কিছু অংশে ও দামোদর অববাহিকার নিম্ন অঞ্চলে বন্যার আশঙ্কা অনিবার্য।
সুতরাং, নদ নদীর তীরবর্তী অঞ্চলের বাসিন্দারা অবশ্যই আপনারা সজাগ এবং সতর্ক থাকবেন।

[শান্তনু ব্যানার্জী, অবসরপ্রাপ্ত আবহাওয়াবিদ, আবহাওয়া অধিদপ্তর ]