হাওড়ায় ট্রেনের কামরায় এলইডি টিভির সূচনা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : এবার লোকাল ট্রেনের কামরাতেও লাগানো হল এলইডি টিভি। সোমবার হাওড়া স্টেশনের ৮ নং প্ল্যাটফর্ম থেকে টিভি লাগানো রেক যাত্রা শুরু করল। উপস্থিত ছিলেন হাওড়ার ডিআরএম মণীশ জৈন। রেল সূত্রে জানা গেছে, আপাতত পূর্ব রেলের ব্যান্ডেল শাখার ট্রেনের প্রতি কামরায় এলইডি টিভি স্ক্রিন লাগানো হয়েছে। বিস্তারিত জানতে নীচে পড়ুন...

আগামী পাঁচ বছরের জন্য পঞ্চাশটি রেকে এই পরিষেবা মিলবে। ধীরে ধীরে প্রায় প্রতিটি ইএমইউ লোকাল ট্রেনে চালু হবে এই পরিষেবা। সংশ্লিষ্ট পরিষেবাটি দেখভাল করবে একটি বেসরকারি সংস্থা।আগামী পাঁচবছর প্রতিটি রেক হিসাবে সেই সংস্থা ৫০ লক্ষ টাকা রেভিনিউ দেবে রেলকে। একদিকে যাত্রীদের মনোরঞ্জন অন্যদিকে পরিষেবার মাধ্যমে রেলেরও মুনাফা বাড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।