নিজস্ব সংবাদদাতা : জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে পুলওয়ামায় সিআরপিএফ এর গাড়িতে জঙ্গি হামলায় ৪৪ জন জওয়ানদের বীরগতি প্রাপ্তি হয়। এই হামলায় বীরগতি প্রাপ্তি জওয়ানদের আত্মার শান্তি কামনায় এবং পরিবারের পাশে থাকার অঙ্গীকার করে তাদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে শোক পালন করলো উলুবেড়িয়ার ফুলেশ্বরের একদল তরুণ। রাত ৮ টার সময় ফুলেশ্বর বাসস্টান্ডে হওয়া এই শোকসভা থেকে অবিলম্বে এই হামলার প্রতিশোধের দাবি ওঠে। উলুবেড়িয়া সংবাদ এই হামলার তীব্র নিন্দা করার পাশাপাশি দেশের সুরক্ষায় জওয়ানদের এই বলিদান যেন বৃথা না যায়, এই দাবি জানায়।




