আমতার উদং হাই স্কুলে বসল রবীন্দ্র-বিদ্যাসাগরের মূর্তি

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : বিশ্বকবির তিরোধান দিবসে রবীন্দ্রনাথ ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচিত হল আমতার উদং উচ্চ বিদ্যালয়ে। এই উপলক্ষ্যে কোভিড বিধি মেনে বিদ্যালয় প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কোভিড আবহে ছাত্র বর্জিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ মর্মর মুখোপাধ্যায়, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবব্রত দেবনাথ, রাষ্ট্রপতি পুরষ্কারপ্রাপ্ত শিক্ষক সুচন্দন পোড়েল, উদং-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্তী দাস সহ অন্যান্যরা।

বিদ্যালয়ের পরিচালন সমিতিন সভাপতি অরুণ খাঁ জানান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও প্রাক্তন ছাত্রদের আর্থিক সহযোগিতায় মূর্তিগুলি বসানো হয়েছে। পাশাপাশি, স্কুল প্রাঙ্গণে পঞ্চায়েতের আর্থিক সহায়তায় নির্মিত কংক্রিট রাস্তারও এদিন উদ্বোধন করা হয়।