নিজস্ব সংবাদদাতা : দীঘা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই মারুতি অল্টো। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে ১৬ নং জাতীয় সড়কের উলুবেড়িয়ার জগৎপুর জোড়া কলতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীরামপুর একটি পরিবার গাড়িতে করে দীঘা বেড়াতে যাচ্ছিল। গাড়িতে মহিলা, শিশু সহ পাঁচজন যাত্রী ছিলেন। জগৎপুর জোড়াকলতলার কাছে কোলাঘাটমুখী লেনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা নয়ানজুলিতে গিয়ে উল্টে যায়। গাড়িতে থাকা আহত যাত্রীদের উদ্ধার করতে ছুটে আসেন স্থানীয় মানুষজন। আসে পুলিশ। দুর্ঘটনার জেরে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ সেভাবে গুরুতর আহত হননি বলে জানা গেছে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা এখনো জানা যায়নি।
উলুবেড়িয়ায় নয়ানজুলিতে উল্টে গেল পর্যটক বোঝাই গাড়ি
Published on: