গ্রীষ্মকালীন রক্তের সংকট পূরণে শিবিরের আয়োজন করলো উলুবেড়িয়ার ক্লাব

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ার জামবেড়িয়া শিব শক্তি সংঘের পরিচালনার গ্রীষ্মকালীন রক্তের সংকট পূরণে ও থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু, কিশোর এবং মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা ও রক্তদান শিবিরের আয়োজন করে। ২৮ শে এপ্রিল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও ছানি অপারেশন ও চশমা প্রদান অনুষ্ঠিত হয়। মোট ১৩২ জন চোখের পরীক্ষা করান। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

১লা মে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে মোট রক্তদেন ৪২ জন রক্তদাতা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া মহিলা থানার ওসি পিংকি চক্রবর্তী, রাজাপুর থানার ওসি অজয় সিং, ১৮ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর প্রবীণ মান্না ও বিশিষ্ট সমাজসেবী উমানন্দ শাস্ত্রী, প্রবীর সিংহ রায় ও আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে থ্যালাসেমিয়া রোগীদের সম্মান জানানো ও থ্যালাসেমিয়া রোগীদের রক্তের যোগানের চেষ্টা ও কার্ডের রিজার্ভেশন রাখাই মূল উদ্দেশ্য।