শিবরাত্রি উপলক্ষ্যে আমতার উদং কালীমাতা আশ্রমে ভক্তদের ভিড়

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ লাইন। কেউ এসেছেন ফতেপুর, কেউ সোনামুই কেউবা আবার আট-দশটি গ্রাম পেরিয়ে। বেলা যত গড়িয়েছে ভীড়ও তত বেড়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর পুজো দিয়েছেন মহিলারা। তেল মাখিয়ে কেউ শিবলিঙ্গে ঢেলেছেন দুধ কেউবা ডাবের জল। সাথে এনেছেন বেলপাতা, ধুতরা ফুল, ফল, আকন্দের মালা।

বৃহস্পতিবার শিবরাত্রি উপলক্ষ্যে এমন ছবিই ধরা পড়ল গ্রামীণ হাওড়ার আমতা-১ ব্লকের উদং কালীমাতা আশ্রম প্রাঙ্গণে। শিবরাত্রি উপলক্ষ্যে প্রতিবারের মতো এবারও উদং কালীমাতা আশ্রমে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দুপুর থেকেই আশপাশের বেশ কয়েকটি গ্রামের বহু মহিলা শিবলিঙ্গে জল ঢালতে হাজির হন।

উদ্যোক্তারা জানান, আশ্রমে থাকা শিবমন্দিরে প্রতিবছর বহু দূরদূরান্ত থেকে মহিলারা শিবরাত্রিতে পুজো দিতে আসেন। এবারও তার অন্যথা হয়নি। কিন্তু, অন্যান্যবার অন্নকূট, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলেও এবার করোনার জেরে তা বন্ধ রাখা হয়েছে বলে উদ্যোক্তারা জানান।