একটি বাঘরোলকে কুকুরের মুখ থেকে উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দিলেন বাগনানের চিকিৎসক

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : একটি বাঘরোলকে কুকুরের মুখ থেকে উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দিলেন পেশায় চিকিৎসক বাগনানের খাদিনানের বাসিন্দা ডাঃ সুপ্রভাত ধাওয়া। জানা গেছে রাত এগারোটা নাগাদ সুপ্রভাত বাবু দেখেন তার বাড়ির পাশে একটি বাঘরোলকে ধরেছে তার পোষা কুকুরটি। বাগরোলটিকে বাঁচানোর উদ্দেশ্যে লাঠি নিয়ে কুকুরের উদ্দেশ্যে দৌড়ে যান ডাক্তারবাবু। কোনক্রমে বাঘরোল টিকে আহত অবস্থায় কুকুরের কাজ থেকে উদ্ধার করেন।

কুকুরের কামড়ে বাঘরোলটির গলায় ও পায়ে ক্ষত সৃষ্টি হ‌ওয়ায়, তিনি রাতেই বাঘরোলটির প্রাথমিক চিকিৎসার পাশাপাশি উলুবেড়িয়া বনদফতর সাথে যোগাযোগ করেন। খবর পেয়ে বনদফতরের কর্মীরা রাতেই চিকিৎসকের বাড়ি থেকে বাঘরোলটিকে উদ্ধার করে গড়চুমুক প্রানী স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। উলুবেড়িয়া বনদফতরের রেঞ্জ অফিসার উৎপল সরকার বলেন বাঘরোলটি কুকুরের কামড়ে আহত হয়েছে শুনেই আমাদের কর্মীরা এক ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে যায়। তিনি বলেন এটি একটি বছর দুয়েকের পুরুষ বাঘরোল। কুকুরের কামড়ে এর পায়ে ও গলায় গভীর ক্ষতর সৃষ্টি হয়েছে। এর চিকিৎসা চলছে।