বাগনানে গৃহস্থের বাড়িতে ঢুকল পূর্ণ বয়স্ক বনবিড়াল, জনপ্রতিনিধিদের তৎপরতায় উদ্ধার

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা: গৃহস্থের বাড়িতে একটি পূর্ণ বয়স্ক বনবিড়াল বা খটাশ ঢোকার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বাগনানের কাছারিপাড়া এলাকায়। জানা গেছে, সোমবার বিকালে বাগনান কাছারিপাড়া এলাকার বাসিন্দা আনিসুর রহমানের বাড়িতে আচমকাই একটি পূর্ণ বয়স্ক বন বিড়াল ঢুকে পড়ে। একদিকে বন বিড়ালের আতঙ্ক যেমন ছড়িয়ে পড়ে তেমনই অন্যদিকে বেশ কিছু উৎসুক মানুষ খবর পেয়ে খটাশটিকে দেখতে ভিড় জমান। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বাগনান-১ পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মাধ্যক্ষ চন্দ্রনাথ বসু ও বাগনান-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিতা ধাড়া। চন্দ্রনাথ বাবু বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক ও উদ্ধারকারী সুমন্ত দাসকে খবর দেন৷ খবর পেয়েই ঘটনাস্থলে আসেন চিত্রক ও সুমন্ত। তাঁরা বনবিড়াল টিকে উদ্ধার করার পাশাপাশি স্থানীয় মানুষকে রাজ্যপ্রাণী বাঘরোল সম্পর্কে সচেতন করেন। বন বিড়ালকে তার নিজ পরিবেশে ছেড়ে দেন চিত্রক ও সুমন্ত।