নিজস্ব সংবাদদাতা : সোমবার দুপুরে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের উদ্যোগে হাওড়া গ্রামীণ জেলার সাধারণ সভা অনুষ্ঠিত হল উলুবেড়িয়া রবীন্দ্র সদনে।
সভায় উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায়, দু’ই অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার, সুরিন্দর সিং সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা।
এদিনের সভায় পুলিশ কর্তারা করোনা পরিস্থিতিতে দাঁড়িয়ে পুলিশের অবদানের পাশাপাশি বিভিন্ন ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেন। সভায় হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন থানার শতাধিক পুলিশ কর্মী করোনা বিধি মেনে উপস্থিত হয়েছিলেন বলে জানা গেছে।