নিজস্ব সংবাদদাতা : সৈকত, গার্গী, যোগেশদের প্রত্যেকেই পড়ুয়া। কেউ কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, আবার কেউ কলেজের গন্ডীই এখনো অতিক্রম করেনি।
![](https://www.uluberiasambad.in/wp-content/uploads/2020/06/PicsArt_06-30-02.54.04-1024x576.jpg)
নিজেদের কেরিয়ার গড়ার পাশাপাশি ওরা সামিল হয়েছে সমাজের পাশে দাঁড়ানোর লড়াইয়ে।
![](https://www.uluberiasambad.in/wp-content/uploads/2020/06/PicsArt_06-30-02.55.29-1024x576.jpg)
দীর্ঘ লকডাউনের জেরে কাজ হারানো বহু মানুষের সঙ্গী হয়েছে উলুবেড়িয়ার এরকমই একঝাঁক তরুণ-তরুণীর সমন্বিত ‘চারণ দল’ নামক স্বেচ্ছাসেবী সংগঠন।
![](https://www.uluberiasambad.in/wp-content/uploads/2020/06/PicsArt_06-30-02.56.13-1024x576.jpg)
লকডাউনে ৩২০ টি দিন আনা দিন খাওয়া পরিবারকে খাদ্যসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি, বেশ কিছু পড়ুয়ার সঙ্গী হয়েছে এই স্বেচ্ছাসেবীরা।
![](https://www.uluberiasambad.in/wp-content/uploads/2020/06/PicsArt_06-30-02.56.49-1024x576.jpg)
সুপ্রিয়, অভিজিৎ, বর্ণালীরা কাঁধে কাঁধ মিলিয়ে আম্ফানের তান্ডবে ভেঙে পড়া গাছের পাশেই বসিয়েছে নতুন প্রাণ, আবার করোনা আবহে সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছে রোগ প্রতিরোধকারী সাড়াজাগানো হোমিওপ্যাথি ওষুধ।
![](https://www.uluberiasambad.in/wp-content/uploads/2020/06/PicsArt_06-30-02.57.50-1024x576.jpg)
সংস্থাটির অন্যতম সদস্য উলুবেড়িয়া কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সৈকত নাথের কথায়, “আমরা প্রায় প্রত্যেকেই শিক্ষার্থী। নিজেদের হাত খরচ বাঁচিয়ে আমরা এধরণের উদ্যোগে সামিল হয়েছি। সমাজের স্বার্থে আমাদের এই লড়াই চলবে।”