নিজস্ব সংবাদদাতা : ফ্লাইওভারে ওঠার মুখে জাতীয় সড়কে উল্টে গেল সিমেন্ট বোঝাই লরি। শুক্রবার ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার মালপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার একটি সিমেন্ট বোঝাই লরি ১৬ নং জাতীয় সড়কের কোলকাতামুখী লেন ধরে কোলাঘাটের দিক থেকে কোলকাতার দিকে যাচ্ছিল।
মালপাড়া ফ্লাইওভারের ওঠার মুখে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিং ভেঙে সার্ভিস রোডে গিয়ে পড়ে লরিটি। ঘটনায় আহত হন লরির চালক। জানা গেছে, প্রাথমিক চিকিৎসার পর লরির চালককে ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার জেরে সার্ভিস রোডে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।