নিজস্ব সংবাদদাতা : সার্ভিস রোডে দাঁড়িয়ে থাকা ফার্ণিচারবোঝাই গাড়ির পিছনে ধাক্কা মেরে রাস্তার উপর উল্টে গেল মালবোঝাই লরি। ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ার ১৬ নং জাতীয় সড়কের সার্ভিস লেনে। জানা গেছে, কোলাঘাটমুখী সার্ভিস লেনে দু’টি ফার্ণিচারবোঝাই গাড়ি দাঁড়িয়ে ছিল। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
একটি লরি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পিছনে ধাক্কা মারে। ফার্ণিচার বোঝাই গাড়িটি সামনে থাকা দোকানে ঢুকে যায়। লরিটি রাস্তার উপর উল্টে যায়। এই ঘটনায় লরির চালক ও খালাসি অল্পবিস্তর আহত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।