নিজস্ব সংবাদদাতা : প্রায় ২৩ দিন পর অবশেষে খোঁজ মিলল বামেদের নবান্ন অভিযানে এসে নিখোঁজ হওয়া বাম কর্মী দীপক পাঁজার। জানা গেছে, শুক্রবার হাওড়ার বালি স্টেশন চত্বর থেকে দীপক পাঁজাকে উদ্ধার করা হয়েছে।
সূত্রের খবর, উদ্ধারের সময় দীপকবাবু অসংলগ্ন অবস্থায় ছিলেন। পাঁশকুড়ার এই বামকর্মীকে আপাতত নিজেদের কার্যালয়ে নিয়ে গিয়ে রেখেছেন সিপিআইএম নেতা-কর্মীরা। যোগাযোগ করা হয়েছে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে। শনিবার দীপক পাঁজাকে তাঁর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, বামেদের নবান্ন অভিযানে এসে হারিয়ে গিয়েছিলেন পাঁশকুড়ার বামকর্মী দীপক পাঁজা। দীপকবাবুর খোঁজে হন্য হয়ে ঘুরছিলেন তাঁর পরিবারের সদস্যরা। এমনকী পুলিশেও নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। দলের তরফে কলকাতা শহর তো বটেই অন্যান্য জেলাগুলিতেও দীপকবাবুর খোঁজ করা হচ্ছিল। অবশেষে খোঁজ মিলল নিঁখোজ বামকর্মীর।