নিজস্ব সংবাদদাতা : ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র তরফে প্রদেয় অর্থে শ্যামপুরের বাগান্ডা জটাধারী হাইস্কুলে নির্মিত হলো জেলার মডেল ল্যাবরেটরি। এটি সর্বশিক্ষা মিশনের অন্তর্ভুক্ত প্রকল্প।
এই মডেল গবেষণাগার পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান সহ বিজ্ঞানের বিভিন্ন শাখার জন্য পৃথকভাবে তৈরি হয়েছে বলে জানান জেলা শিক্ষা আধিকারিক শারদ্বতী চৌধুরী। তিনি এও জানান, ল্যাবরেটরিতে স্মার্ট টিভি সহ অত্যাধুনিক যন্ত্রপাতি আছে গবেষণা কাজের সুবিধার্থে।
শারদ্বতী দেবী জানান, এই অত্যাধুনিক মডেল গবেষণাগার আগামীদিনে জেলার বিজ্ঞানচর্চার মানোন্নয়নে সহায়ক হবে। প্রসঙ্গত উল্লেখ্য, এই স্কুলের ছাত্রী সাফিদা খাতুন এ’বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যে সপ্তম স্থানাধিকার করেছে। সেই স্কুলেই এমন গবেষণাগার নির্মিত হওয়ায় শিক্ষার্থীরা উৎসাহিত হবে বলেও আশা প্রকাশ করেছেন জেলা শিক্ষা আধিকারিক।