আমতায় গড়ে উঠছে অত্যাধুনিক হাসপাতাল, শিলন্যাস

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : আমতায় ২৮০০০ বর্গফুট জমির উপর গড়ে উঠছে মাল্টিসুপার স্পেশালিটি হাসপাতাল। সোমবার তারই আনুষ্ঠানিক শিলন্যাস করলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী নির্মল মাজি।

জানা গেছে, ইতিমধ্যেই নতুন হাসপাতালের জন্য সাততলবিশিষ্ট ভবন তৈরির কাজ শুরু হয়েছে। আমতা গ্রামীণ হাসপাতাল সংলগ্ন জমিতেই এই ভবনটি তৈরি হচ্ছে। ২৪০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে থাকবে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম। মিলবে উন্নতমানের চিকিৎসা পরিষেবা।

স্থানীয় বিধায়ক ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবানী দাস, আমতা-১ ব্লক স্বাস্থ্য আধিকারিক দীপঙ্কর কর, আমতা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি ধনঞ্জয় বাকুলী, আমতা গ্রাম পঞ্চায়েতের প্রধান তুষার কর সিং সহ অন্যান্যরা।