আমতার বুকে গড়ে উঠছে মাল্টি সুপারস্পেশালিটি হাসপাতাল, পরিদর্শনে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : আমতায় রাজ্য সরকারের উদ্যোগে গড়ে উঠছে মাল্টিসুপার স্পেশালিটি হাসপাতাল। আমতা গ্রামীণ হাসপাতালের ঠিক পাশেই গড়ে উঠছে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের বহুতল ভবন। হাসপাতাল ভবন নির্মাণের কাজ প্রায় শেষের পথে। শনিবার তা পরিদর্শনে এলেন রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। তাদের সাথে ছিলেন স্থানীয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্মল মাজি। এদিন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা হাসপাতালের তৈরি হওয়া নতুন বিল্ডিং ঘুরে দেখেন। প্রশাসন সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই এই অত্যাধুনিক হাসপাতাল চালু করা হবে। হাসপাতালে থাকবে বিভিন্ন অত্যাধুনিক পরিষেবা। থাকবে নানা ইউনিট। থাকবে ব্ল্যাডব্যাঙ্কও। এর ফলে গ্রামীণ হাওড়ার আমতা, উদয়নারায়ণপুর সহ বিভিন্ন এলাকার কয়েক লক্ষ মানুষ উন্নত মানের পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, একটু ভালো চিকিৎসা করাতেই অনেককেই কোলকাতার পিজি বা মেডিকেল কলেজে ছুটে যেতে হয়। আমতাবাসীর আশা, আমতার বুকে এই হাসপাতাল চালু হলে সেই ঝক্কি থেকে হয়ত রেহাই মিলবে। হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি এদিন নবনির্মিত হাসপাতালের আগামী পরিকল্পনা নিয়েও প্রাথমিক আলোচনা হয় বলে জানা গেছে। এদিন বিধায়ক নির্মল মাজির পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের ডিএইচএ সিদ্ধার্থ নিয়োগী, জেলা স্বাস্থ্য আধিকারিক সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।