নিজস্ব সংবাদদাতা : বিভিন্ন সামাজিক বিষয়ে মানুষকে সচেতন করতে “সমাজ সচেতনতা ” মেলার আয়োজন করেছে শ্যামপুরের ” মানুষের সাথে মানুষের পাশে” নামের একটি সংস্থা।

সংস্থার সভাপতি দীপ মাজি বলেন আমাদের সংস্থার পক্ষ থেকে সারা বছরই বিভিন্ন সামাজিক কাজকর্ম করা হয়ে থাকে।

বিভিন্ন রেল স্টেশনে বসবাসকারীদের পূজোর সময় নতুন জামা কাপড় ও খাবার দেওয়া হয় অসহায় ইঁট ভাটার শ্রমিক ও তাদের পরিবারের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া সহ একাধিক কর্মসূচি পালন করি। মানুষকে আর সমাজ সচেতন করে তোলার লক্ষ্যেই আমরা এই মেলার আয়োজন করেছি।