নিজস্ব সংবাদদাতা : বন্যপ্রাণ নিয়ে গ্রামীণ হাওড়ার প্রত্যন্ত গ্রামেও ক্রমশ বাড়ছে সচেতনতা। তারই ফলস্বরূপ দুটি বাঘরোল শাবককে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিলেন শ্যামপুর থানার নবগ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামের মানুষ।
সূত্রের খবর, বৃহস্পতিবার আলিপুর গ্রামের একটি হোগলা ক্ষেতের সামনে দুটি বাঘরোল শাবককে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অনুমান, কোনোকারণে তাদের মা শাবক দুটিকে ফেলে পালিয়ে গেছে।
খবর দেওয়া হয় বন দপ্তরে। বন দপ্তরের কর্মীরা গিয়ে বাঘরোল শাবক দুটিকে উদ্ধার করেন। বন দপ্তর সূত্রে জানা গেছে, শাবক দুটি সম্পূর্ণ সুস্থ আছে। তাদের গড়চুমুক প্রাণী স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।