বাগনানে উদ্ধার জোড়া কেউটে! তুলে দেওয়া হল বন দপ্তরের হাতে

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : সরকার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলির লাগাতার প্রচারের জেরে সমাজের বিভিন্ন স্তরে বন্যপ্রাণী সম্পর্কে সচেতনতা যে বৃদ্ধি পাচ্ছে সে-ই নিদর্শনই রাখলেন বাগনানের কামাড়দহ গ্রামের বাসিন্দা শম্ভু ঘোষ।

সূত্রের খবর, গ্রামীণ হাওড়ার বাগনান থানার কামাড়দহ গ্রামে রূপনারায়ণের নদী সংলগ্ন একটি খালে মাছ ধরার জন্য গতকাল ঘুনি পেতেছিলেন গ্রামেরই বাসিন্দা শম্ভু ঘোষ। শনিবার সকালে ঘুনি তুলতে গেলে শম্ভুবাবু ঘুনিতে আটকে থাকা দু’টি কেউটে সাপকে দেখতে পান।

সাথে সাথেই তিনি স্থানীয় পঞ্চায়েতে খবর দেন। পঞ্চায়েতের তরফে বন দপ্তরে খবর দেওয়া হলে বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে সাপ দু’টিকে উদ্ধার করেন। বন দপ্তর সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই কেউটে দু’টিকে গড়চুমুক প্রাণী স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।