পাঁচলার মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো রঘুদেবপুরের একটি বেসরকারি হাসপাতাল

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : করোনার বিরুদ্ধে দিনরাত এক করে লড়াই চালাচ্ছেন রাজ্যের বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীরা।

এবার অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এল গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া – ২ ব্লকের MCS হাসপাতাল কর্তৃপক্ষ।

রঘুদেবপুরের এই বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে পাঁচলা ও রঘুদেবপুর গ্রামের প্রায় ২৩০ টি পরিবারের হাতে চাল, আলু, ডাল, নুন, তেল সহ বিভিন্ন মুদিখানাসামগ্রী তুলে দেওয়া হল।

হাসপাতালটির ম্যানেজার সুরজিৎ গাঙ্গুলী জানান, “আমরা মানুষকে পরিষেবা দিতে বদ্ধপরিকর।এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানোও অন্যতম কর্তব্য।” আগামীতেও এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি জানান।