নিজস্ব সংবাদদাতা : হাওড়া গ্রামীন যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিনের শুভ লগ্নে কালীনগর আডডীর পোল থেকে পশ্চিম কালীনগর শনি মন্দিরের পযন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হল। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
উপস্থিত ছিলেন পশ্চিম বঙ্গ সরকারের জনস্বাস্থ্য ও কারিগরী এবং পঞ্চায়েত মন্ত্রী সম্মানীয় পুলক রায় মহাশয়,হাওড়া জেলা পরিষদ সদস্য সম্মানীয় অজয় মন্ডল মহাশয়, হাওড়া গ্রামীন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় দেবাশিস ব্যানার্জী মহাশয়, কালীনগর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সেলিম মোল্লা মহাশয়, ধূলাসিমলা অঞ্চল প্রধান গোপীনাথ ব্যানার্জী মহাশয়, কালীনগর অঞ্চল প্রধান উত্তম মন্ডল মহাশয় ও অন্যান্য নেতৃত্ব।