আমতায় উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : আজ দামোদর নদ থেকে ধরা পড়া একটি ১৫ কেজি ওজনের বিরল প্রজাতির পূর্ণবয়স্ক কচ্ছপ। বেহাত হয়ে চলে যাচ্ছিল চোরাকারবারিদের হাতে। হাওড়ার পরিবেশপ্রেমী সংগঠন গ্রামীণ হাওড়া যৌথ পরিবেশ মঞ্চের কাছে গোপন খবরের ভিত্তিতে নড়েচড়ে বসে আমতা এলাকার পরিবেশ যৌথ মঞ্চের কর্মীরা।

নানা রকম খবরের ভিত্তিতে পিছু নিয়ে আজ সকালে হাওড়ার আমতা ২নং ব্লকের গাজিপুর গ্রামের হাটতলায় সেই কচ্ছপ উদ্ধার করা হয়। গ্রামীণ হাওড়া যৌথ পরিবেশ মঞ্চের সম্পাদক শুভ্রদীপ ঘোষ জানান বনদফতরের অফিসাররা কচ্ছপটি উদ্ধার করে নিয়ে যান।

গ্রামীণ হাওড়া যৌথ পরিবেশ মঞ্চের ডাকে বরাবরই সাড়া দিয়ে সদর্থক ভূমিকা নেন উলুবেড়িয়া বনদফতরের আধিকারিক প্রধান উৎপল সরকার মহাশয়। এবারেও এই কচ্ছপ উদ্ধার কাজে উৎপল বাবুর সহায়তা প্রশংসনীয়। শুভ্রদীপ বাবু আরো বলেন, আমরা বিপন্ন বিরল প্রজাতির লুপ্তপ্রায় জীব জন্তু দের উদ্ধার করে তাদের প্রকৃতিতে ফিরিয়ে দিতে পেরে খুশি । এভাবেই সকলে এগিয়ে আসুন। প্রকৃতি ও পরিবেশ রক্ষা করি।