পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে প্লাষ্টিক সাফাইয়ের কাজ শুরু করলো শ্যামপুরের একটি সংস্থা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : এলাকাকে প্লাষ্টিক মুক্ত করে পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে প্লাষ্টিক সাফাইয়ের কাজ শুরু করলো মানুষের পাশে মানুষের সাথে নামের শ্যামপুরের একটি সংস্থা। সংস্থার সভাপতি দীপ মাজি বলেন আগামীদিনে আমরা এলাকার প্রতিটি গ্রামে ঘুরে ঘুরে এই কর্মসূচি পালন করবো।

কারণ প্লাস্টিক হল এমন এক বস্তু যা কয়েকশো বছরেও নষ্ট হয়না। এটা মানবজাতির কাছে অভিশাপ স্বরুপ। যা আমাদের জীবনে বিরূপ প্রভাব সৃষ্টি করে। তাই সমাজকে প্লাষ্টিক বর্জিত করাই আমাদের প্রধান লক্ষ্য।