নিজস্ব সংবাদদাতা : রান্নাঘরে চন্দ্রবোড়া সাপ ঢোকার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুর থানার শিবানিপুর গ্রামে।
সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে শিবানিপুর গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ ব্যানার্জীর রান্নাঘরে প্রায় ছ’ফুট দৈর্ঘ্যের একটি চন্দ্রবোড়া সাপট ঢুকে পড়ে। তাতেই আতঙ্কিত হয়ে পড়েন ব্যানার্জী পরিবারের সদস্যরা। তাঁরা সাপটিকে না মেরে ঘর বন্ধ করে ঘরের বাইরে বেড়িয়ে পড়েন।
খবর দেওয়া হয় পরিবেশকর্মী কুমারকৃষ্ণ মুখোপাধ্যায়কে। তিনি বিষয়টি সম্পর্কে বন দপ্তরকে জানান। খবর পেয়ে বিকালেই ঘটনাস্থলে পৌঁছান বন দপ্তরের কর্মীরা। তাঁরা সাপটিকে উদ্ধার করেছেন বলে জানা গেছে।