নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ জল্পনার অবসান। শুক্রবারের অপরাহ্নে বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনের চূড়ান্ত দিনক্ষন ঘোষণা করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে, এবার বাংলায় মোট ৮ দফায় ভোটগ্রহণ সম্পন্ন হবে।
বাংলায় ভোটগ্রহণের প্রথম পর্ব শুরু হচ্ছে ২৭ শে মার্চ থেকে। ২ রা মে রবিবার ফলাফল প্রকাশিত হবে। হাওড়া জেলায় মোট দু’দিন ভোটগ্রহণ হবে।
জানা গেছে, তৃতীয় দফায় অর্থাৎ ৬ ই এপ্রিল মঙ্গলবার হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে।
অন্যদিকে, চতুর্থ দফায় অর্থাৎ ১০ ই এপ্রিল শনিবার হাওড়ার জেলার বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, হাওড়া দক্ষিণ, শিবপুর, সাঁকরাইল, পাঁচলা, ডোমজুড় ও উলুবেড়িয়া পূর্ব বিধানসভায় ভোট হবে।