নিজস্ব সংবাদদাতা : দু’ই টোটো চালকের মধ্যে মারামারিতে মৃত্যু হল এক টোটো চালকের। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার আমতা থানার নারিট এলাকায়। জানা গেছে, মৃত টোটো চালকের নাম সেখ আনোয়ার। সেখ আনোয়ার নারিট পশ্চিমপাড়ার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় টোটোস্ট্যান্ডে যাত্রী তোলা নিয়ে আনোয়ারের সাথে আরেক টোটোচালক উত্তম বাগের তুমুল বচসা শুরু হয়। অভিযোগ, বচসা হাতাহাতিতে পরিণত হয়। এমনকি উত্তম আনোয়ারকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
ওইসময় ওই এলাকায় বহু মানুষ থাকলেও কেউ তাদের ছাড়াতে আসেনি। পরে আনোয়ারের এলাকার লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার কিছুক্ষণের মধ্যেই আনোয়ারের মৃত্যু হয়। এরপরই অভিযুক্ত টোটো চালককে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকার মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে জানা গেছে। পাশাপাশি, অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।