নিজস্ব সংবাদদাতা : বন্ধুদের সাথে দিঘা বেড়াতে যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব রেলওয়ের হাওড়া-খড়্গপুর শাখার উলুবেড়িয়া ও বীরশিবপুর স্টেশনের মাঝে। জানা গেছে, মৃত যুবকের নাম শেখ আরিফ। বয়স ১৮। আরিফ দক্ষিণ ২৪ পরগণার বজবজ থানার আলমনগরের বাসিন্দা বলে জানা গেছে। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
জানা গেছে, সোমবার বন্ধুদের সঙ্গে ট্রেনে করে দিঘা বেড়াতে যাওয়ার সময় উলুবেড়িয়া ও বিরশিবপুর ষ্টেশনের মাঝে আরিফ ট্রেন থেকে মুখ বাড়িয়ে গুটকার পিক ফেলতে গেলে আচমকাই পোস্টে ধাক্কা লাগে। সে নীচে পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উলুবেড়িয়া মহাকুমা হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। উলুবেড়িয়া থানার পুলিস মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।