নিজস্ব সংবাদদাতা : পাঁচলার গাববেড়িয়াতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের, আহত ১। মঙ্গলবার আনুমানিক দুপুর দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে রানিহাটী-আমতা রোডের বেলতলার কাছে। স্থানীয় সূত্রে খবর আমতার দিক থেকে একটি প্যাসেঞ্জার বিহীন অটো আচমকা বেলতলার কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুজন ব্যক্তিকে ধাক্কা মারে। সাথে সাথে তারা রাস্তার উপর ছিটকে পড়ে, ঘটনায় আহত ২জন। তৎক্ষণাৎ স্থানীয়রা আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় গাববেড়িয়া হসপিটালে ভর্তি করেন। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
জানা গাছে হসপিটালে ভর্তি হওয়ার পূর্বেই হসপিটালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মারা যায় দুর্ঘনায় আহত বছর পঁচিশের এক যুবক। অন্য এক আহতের নাম জাহাঙ্গীর মোল্লা (৭০), বাড়ি গাববেড়িয়া ঝাউতলা এলাকায়। পরে জাহাঙ্গীর মোল্লার অবস্থার অবনতি হলে তাকে আন্দুলের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। স্থানীয়রা জানান মৃত ছেলেটি কর্মসূত্রে ওই এলাকাতে থাকতো, তার বাড়ি মেদিনীপুরে যদিও তার নাম জানা যায়নি। এই ঘটনায় রাণীহাটি-আমতা রোডে তীব্র যানজটের সৃষ্টি হয় ও পরে ঘটনাস্থলে পাঁচলা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।