নিজস্ব সংবাদদাতা : ব্যবসায়িক কারণে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠল দু’ই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার বাগনানে। জানা গেছে, অপহৃত ব্যবসায়ীর নাম আদম আলি মিদ্দ্যা। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে বাগনান থানার পুলিশ। ধৃতদের নাম, সেখ মহসিন ও সেখ মেহেতাব। সূত্রের খবর, পাঁশকুড়ার বাসিন্দা সেখ মহসিন ও সেখ মেহেতাব হলদিয়ায় নদী বাঁধ মেরামতের জন্য বহুদিন আগে আদম আলি মিদ্দ্যা নামের এক ব্যবসায়ীকে প্রায় সাত লক্ষ টাকার বোল্ডার সরবরাহ করেছিল। অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবসায়ীর থেকে বকেয়া টাকা আদায়ের চেষ্টা করলেও ব্যবসায়ী তাদের নানাভাবে ঘোরাচ্ছিল। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
টাকা আদায় করতে অপহরণের ছক কষে দু’ই যুবক। সেই মোতাবেক উত্তর ২৪ পরগণার বারাসাতের বাসিন্দা আদম আলি মিদ্দ্যাকে বাগনানের একটি হোটেলে ডেকে পাঠানো হয়। অভিযোগ, মঙ্গলবার দুপুরে ব্যবসায়ী বাগনানের ওই হোটেলে এলে তাকে গাড়িতে তুলে পাঁশকুড়ার রাতুলিয়া এলাকার একটি গ্যারেজে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, অপহরণকারীরা আদমকে জানান, টাকা না পেলে তাকা ছাড়া হবে না। এদিকে ব্যবসায়ী ফোন মারফত বাড়িতে বিষয়টি জানালে অপহৃত ব্যবসায়ীর পরিবারের তরফে বাগনানে থানায় বিষয়টি জানানো হয়। অভিযোগ পেয়েই তৎপর হয় পুলিশ। বাগনান থানার পুলিশ পাঁশকুড়ার রাতুলিয়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করার পাশাপাশি দু’ই যুবককে গ্রেফতার করে। বুধবার ধৃতদের উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।