
নিজস্ব সংবাদদাতা : আমতা-১ ব্লকের দাদখালি গ্রামের একটি বৃহৎ জলাশয়ে জেলেদের জালে বিশালাকৃতির চিতল মাছ ধরা পড়ল। স্থানীয় সূত্রে খবর, গতকাল দুপুরে জেলেরা মাছটিকে গ্রামের ওই প্রসিদ্ধ জলাশয় থেকে ধরেন। মাছটির ওজন প্রায় ১৫ কেজি বলে জানা গেছে।
নিজস্ব সংবাদদাতা : আমতা-১ ব্লকের দাদখালি গ্রামের একটি বৃহৎ জলাশয়ে জেলেদের জালে বিশালাকৃতির চিতল মাছ ধরা পড়ল। স্থানীয় সূত্রে খবর, গতকাল দুপুরে জেলেরা মাছটিকে গ্রামের ওই প্রসিদ্ধ জলাশয় থেকে ধরেন। মাছটির ওজন প্রায় ১৫ কেজি বলে জানা গেছে।
উলুবেড়িয়া সংবাদ খবর আরও সহজে হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের যে কোনও এক্সক্লুসিভ সোশ্যাল মিডিয়ায় । ক্লিক করুন এখানে – ইউটিউব ও ফেসবুক পেজ ।
উলুবেড়িয়া সংবাদ প্রকাশিত খবরের নোটিফিকেশন আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউসারে সাথে সাথে পেতে, উপরের পপ-আপে অথবা নীচের বেল আইকনে ক্লিক করে ‘Allow‘ করুন।
Copyright © Uluberia Sambad
2017-2022 All Rights Reserved