হাওড়া জেলায় প্রায় পাঁচশো স্পর্শকাতর বুথ, অধিকাংশই গ্রামীণে, কড়া নিরাপত্তার ব্যবস্থা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে বিধানসভা ভোটের নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ করা হয়েছে। হাওড়া জেলায় মোট দু’দফায় ভোট পর্ব অনুষ্ঠিত হবে। এবার জেলায় মোট ৫৫৫৬ টি ভোটকেন্দ্র থাকছে। তারমধ্যে ৪৯৪ টি বুথকে স্পর্শকাতর বলে ঘোষণা করল জেলা প্রশাসন।

সূত্রের খবর, পুলিশ, প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে কথা বলেই প্রাথমিকভাবে স্পর্শকাতর বুথের তালিকা তৈরি করা হয়েছে। তা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, ৪৯৪ টি স্পর্শকাতর বুথের মধ্যে অধিকাংশই গ্রামীণ হাওড়ার। হাওড়া গ্রামীণ এলাকায় ৩৯৯ টি ও হাওড়া পুলিশ কমিশনারেটের এলাকায় ৯৫ টি স্পর্শকাতর বুথ রয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

বিশেষজ্ঞদের মতে, নির্বাচন কমিশন এবার বঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন করাতে কার্যত বদ্ধপরিকর। সেই লক্ষ্যেই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তাদের মতে, হাওড়া গ্রামীণের পাঁচলা, উদয়নারায়ণপুর, বাগনান, আমতার বেশ কিছু এলাকায় ভোটের সময় অশান্তি লেগেই থাকে। তাই গ্রামীণ এলাকায় স্পর্শকাতর বুথের সংখ্যাটাও অনেকটাই বেশি। ইতিমধ্যেই হাওড়া জেলায় দু’কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে।

জেলার বিভিন্ন সদর, গ্রামে নিয়মিত রুটমার্চ করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে আর কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী হাওড়া জেলায় আসবে তা এখনো জানা যায়নি। তবে স্পর্শকাতর বুথগুলিতে যে বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, মাইক্রো অবজার্ভাররা থাকবেন তা একপ্রকার নিশ্চিত।