নিজস্ব সংবাদদাতা : রান্না করার সময় গ্যাস লিক করে এক মর্মান্তিক ঘটনায় মৃত্যু হল ২ জনের। ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার বাগনানের রবিভাগ এলাকায়।
জানা গেছে, মৃতদের নাম শ্যামসুন্নেশা (৫০) ও নাসরিন খাতুন (৫)। আরও ২ জন আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন।
সূত্রের খবর, গতকাল দুপুরে শ্যামসুন্নেশার বাড়িতে রান্নার জন্য স্টোভ জ্বালতে গেলে হঠাৎই ঘরে আগুন ধরে যায়। অনুমান, গ্যাস খারাপ হয়ে লিক হয়ে যাওয়াতেই এই দুর্ঘটনা।
সংশ্লিষ্ট ঘটনায় চারজন অগ্নিদগ্ধ হন। তাদের মধ্যে গতকাল সন্ধ্যায় মারা যান শ্যামসুন্নেশা। তারপর গভীর রাতে মারা যায় ৫ বছরের শিশু নাসরিন খাতুন।
আফসার ও মানোয়ারা বেগম উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। ঠিক কী কারণে এই ঘটনা খতিয়ে দেখছে বাগনান থানার পুলিশ।