নিজস্ব সংবাদদাতা : নয়ানজুলিতে নামল যাত্রীবোঝাই সরকারি বাস। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার আমতা-রাণীহাটি রোডের আমতা ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায়। সূত্রের খবর, অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার সকালে আমতা থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল E6 রুটের একটি সরকারি বাস। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আমতা-রাণীহাটি রোডের আমতা ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় দু’টি বাসের রেষারেষির জেরে রাস্তার পাশে থাকা নয়ানজুলিতে নেমে যায় ডব্লুটিসির বাসটি। যদিও এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই।