নিজস্ব সংবাদদাতা : জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারল একটি ১০৭ কন্টেনার। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার খলিশানী বেলতলার কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুর দেড়টা নাগাদ ১৬ নং জাতীয় সড়কে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি কন্টেইনার লরির পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় কন্টেইনারের চালক ও খালাসি আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয় মানুষ ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ১৬ নং জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশি তৎপরতায় বেশ কিছুক্ষণের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়।
খলিশানীতে জাতীয় সড়কে দুর্ঘটনা, জখম ২
Published on: