নিজস্ব সংবাদদাতা : আজ সকালে আনুমানিক দশটা নাগাদ উলুবেড়িয়ার কদমতলার কাছে ১৬ নাম্বার জাতীয় সড়কের সার্ভিস রোডে দুর্ঘটনায় আহত হলো বাইক ও সাইকেল আরোহী সহ ৩ জন। জানা গেছে, নিমদিঘীর দিক থেকে মনসাতলার দিকে সাইকেল নিয়ে যাচ্ছিলেন আনুমানিক ৪৫ বছর বয়সী কালিপদ খাঁ, বাড়ি তাঁতিবেড়িয়া। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
ওই সময় পিছন দিক থেকে এসে একটি বাইক (দুই আরোহী সহ) সজোরে কালিপদ বাবুকে ধাক্কা মারেন, তখনি সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন সাইকেল আরোহী। অন্যদিকে, বাইক আরোহীরাও আহত হন এই দুর্ঘটনার ফলে। জানা গেছে, এলাকার লোকজনের তৎপরতায় আহতদের তড়িঘড়ি হসপিটালে পাঠানো হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।