নিজস্ব সংবাদদাতা : নাবালিকা ভাইঝিকে ধর্ষনের অভিযোগ। গ্রেফতার কাকা। উদয়নারায়নপুর থানার পাঁচারুল গ্রাম পঞ্চায়েতের কুমারপুর এলাকার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত প্রদীপ পাল কুমারপুর এলাকার বাসিন্দা হলেও কলকাতার এন্টালিতে একটি মিষ্টির দোকানে কাজ করার সুবাদে কর্মস্থলেই থাকতো। গত পয়লা সেপ্টেম্বর বাড়িতে ফিরে নিজের পনেরো বছরের নাবালিকা ভাইঝির ঘরে একা থাকার সুযোগ নিয়ে বলপূর্বক তাকে ধর্ষণ করে। ঘটনার পর থেকেই ফেরার হয়ে যায় প্রদীপ। নাবালিকা তার বাবাকে সমস্ত ঘটনা জানালে ৩রা সেপ্টেম্বর নাবালিকার বাবা উদয়নারায়নপুর থানায় প্রদীপের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ দায়ের করে। তার পর থেকেই তার খোঁজ চালাচ্ছিল পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে, প্রদীপের কর্মস্থল কলকাতার এন্টালি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ৩৭৬(২)এফ /৩৭৬/৩ আই পি সি ও ৬ পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে বুধবার উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার আট দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
উদয়নারায়নপুরে নাবালিকাকে ধর্ষনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত
Published on: