ছট পুজো উপলক্ষে সজাগ প্রসাশন, বাউরিয়ায় তৈরি হলো একাধিক ঘাট

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : শনিবার ছট পূজো উপলক্ষে পুলিশ প্রশাসন ও উলুবেড়িয়া পুরসভার তরফ থেকে একাধিক সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হাওড়া গ্রামীণ জেলার উলুবেড়িয়া ও বাউড়িয়ার সর্বমোট দশটি ঘাটে ছট পূজোর আয়োজন করা হয়েছে বলে প্রশাসন সুত্রে জানানো হয়েছে।

শুক্রবার বাউড়িয়া ঘাটে গিয়ে দেখা গেল হুগলি নদীর পাড় বরাবর মাটি দিয়ে প্রায় পাঁচশো মাটির বেদী গড়ে তোলা হয়েছে। ছট পূজোর অঙ্গ হিসাবে এই বেদী গুলিকে পিন্ড বলা হয়। স্থানীয় বাসিন্দা নীরজ সিং বলেন কাদা মাটির তৈরী এই বেদীতে যার নাম লেখা থাকবে, তিনি ও তার পরিবারের লোকজন সেখানেই পূজো দেবেন।

পূজোর পরে এই বেদী গুলিকে নদীতে বিসর্জন দেওয়া হয়। সূদূর আগ্রা থেকে বাউড়িয়ায় ছট পূজো দেখতে আসা সূর্য প্রসাদ ভাদোড়িয়া বলেন শুনেছি এই জায়গায় ছট পূজো উপলক্ষে কয়েক হাজার মানুষের সমাগম হয়। সেই কারণেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা উচিত।

উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস বলেন পুরসভার পক্ষ থেকে ঘাট সংলগ্ন এলাকায় ছাব্বিশটি অস্থায়ী তাঁবু নির্মাণ করা হয়েছে। দর্শনার্থীদের জন্য নদীর পাড়ে কংক্রিটের চাতাল রয়েছে। সেখানে বসে তারা পূজো‌ দেখতে পারবেন।

পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পানীয় জল ও অতিরিক্ত শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে। উলুবেড়িয়ার এসডিপিও পার্থ ঘোষ বলেন যে কোন রকম সমস্যার জন্য প্রশাসন তৎপর রয়েছে। পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্ট লোকজন রয়েছে।