নিজস্ব সংবাদদাতা : বাংলায় পুজোর বাদ্য বেজে গিয়েছে। ইতিমধ্যেই জোরকদমে পুজোর প্রস্তুতি চলছে। মন্ডপ সাজানোর পাশাপাশি শেষ মুহুর্তে প্রস্তুতি গড়ার কাজ চালাচ্ছেন শিল্পীরা। আসন্ন উৎসবকে সুষ্ঠুভাবে আয়োজন করার লক্ষ্যে সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে উলুবেড়িয়ার রবীন্দ্র ভবনে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল। হাওড়া গ্রামীণ জেলা এলাকার ১১ টি থানা এলাকার বিভিন্ন পুজো কমিটিগুলোকে নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল। এদিনের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক রায়, উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ, হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার স্বাতী ভাঙালিয়া সহ হাওড়া গ্রামীণ জেলার বিধায়কগণ। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
এদিনের এই বৈঠকে প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা ছাড়াও বিভিন্ন পুজো কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এদিনের এই বৈঠকে বিভিন্ন পুজো কমিটিকে মন্ডপ তৈরী থেকে প্রবেশ-বাহিরপথ, সরকারি অনুমতির ফর্ম ফিলাপ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এদিনের এই বৈঠকে পুলিশের পক্ষ থেকে পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের সুবিধার্থে উলুবেড়িয়া শহর সহ হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন থানা এলাকায় যানজট রুখতে বিশেষ ব্যবস্থা নেওয়ার ব্যাপারেও পুজো কমিটিগুলিকে আহ্বান জানানো হয়।