থার্মাল স্ক্রিনিং, মাস্ক মাস্ট, লোকাল চালুর প্রথম দিনেই ইতিবাচক চিত্র বাগনান সহ একাধিক স্টেশনে

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ প্রতীক্ষার পর আজ বুধবার থেকে এরাজ্যে সাধারণ যাত্রীবাহী লোকাল ট্রেন পরিষেবা পুনরায় শুরু হল। করোনা জেরে মার্চের শেষ দিক থেকে দীর্ঘদিন প্রায় সাড়ে সাত মাস বন্ধ ছিল লোকাল ট্রেন পরিষেবা।

ট্রেন বন্ধ থাকায় নিত্যযাত্রীদের মধ্যে দুর্ভোগ দিন দিন বাড়ছিল। বিভিন্ন স্টেশনে লোকাল ট্রেন চালানোর দাবিতে শুরু হয়েছিল বিক্ষোভ। দীর্ঘ টালবাহানা পর রাজ্য ও রেলের মধ্যে বৈঠকে লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়। দীর্ঘ কয়েকমাস পর ট্রেন চালুর প্রথম দিনেই বাগনান সহ দক্ষিণ – পূর্ব রেলের হাওড়া- খড়গপুর শাখার বিভিন্ন স্টেশনে ইতিবাচক চিত্র চোখে পড়ল।

রেলের তরফে থার্মাল স্ক্রিনিং করে যাত্রীদের ঢোকানো হচ্ছে স্টেশন চত্বরে।মাস্ক ছাড়া স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না। মোতায়েন রয়েছে পর্যাপ্ত সিভিক পুলিশ। প্লাটফর্ম চত্বরেও অতিরিক্ত নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি, বাগনান স্টেশনে আগত যাত্রী, রেল কর্মচারী ও কর্তব্যরত পুলিশ কর্মীদের গোলাপ দিয়ে অভ্যর্থনা জানান বিজেপি কর্মীরা।