নিজস্ব সংবাদদাতা : রামপুরহাটে গণহত্যার ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজনীতি। এমনকি পার্লামেন্টের অধিবেশনেও একাধিক সাংসদ এবিষয় তুলেছেন। রামপুরহাটের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ময়দানে নেমেছে বঙ্গের বিভিন্ন রাজনৈতিক দল। বুধবার দুপুরে উলুবেড়িয়া-২ ব্লকে ধিক্কার মিছিল করল হাওড়া গ্রামীণ জেলা বিজেপি। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
এদিন উলুবেড়িয়া-২ ব্লকের আমতা-উলুবেড়িয়া রোডের মল্লিকপোল থেকে উলুবেড়িয়া-২ ব্লক অফিস অব্ধি ধিক্কার মিছিলে সামিল হন কয়েক’শো বিজেপি কর্মী-সমর্থক। হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি অরুণ উদয় পাল চৌধুরী বলেন, ২ রা মে’র পর থেকে বিজেপি কর্মী-সমর্থকদের উপর নৃশংস অত্যাচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। এবার গোষ্ঠীদ্বন্দ্ব এমনই জায়গায় পৌঁছে গিয়েছে যে নিজেরাই নিজেদের মারছে।