করোনায় আক্রান্ত স্বাস্থ্যকর্মী, চাঞ্চল্য উলুবেড়িয়া শহরজুড়ে

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : গতকালই শ্যামপুর ও উদয়নারায়ণপুরে খোঁজ মিলেছিল দু’ই করোনা আক্রান্তের। তারপর আজ আবারও গ্রামীণ হাওড়ার বুকে খোঁজ মিলল করোনা আক্রান্তের।

এবার কোনো গ্রামে নয় একদম উলুবেড়িয়া পৌরসভার ৩২ নং ওয়ার্ডেই করোনা আক্রান্তের খোঁজ মিলল। জানা গেছে, উলুবেড়িয়ার শহরের ফতেপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দা ওই আক্রান্ত ব্যক্তি উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের আই.সি.ইউ বিভাগে কর্মরত।

উল্লেখ্য, গত কয়েকদিন আগেই উলুবেড়িয়া হাসপাতালের ১৭ জন কর্মীর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তার মধ্যে একমাত্র ওই ব্যক্তিরই পজিটিভ আসে।

রিপোর্ট পাওয়ার সাথে সাথেই তাঁকে ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। ইতিমধ্যেই করোনা আক্রান্ত ওই ব্যক্তির পরিবারের ৪ জন সদস্যকে উলুবেড়িয়া ই.এস.আই হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় ফতেপুর চত্বরকে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করে চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে। উলুবেড়িয়া পুরসভার পক্ষ থেকে এলাকা স্যানিটাইজেশনের কাজ চলছে।

যদিও উলুবেড়িয়ায় কয়েকদিন আগেই এক আর.পি.এফ জওয়ানের দেহে করোনার উপস্থিতি মিলেছিল। তবে সেক্ষেত্রে সেই জওয়ানের দিল্লী যোগ ছিল বলে জানা গেছে। কিন্তু,গত দু’একদিন ধরে গ্রামীণ হাওড়ায় একের পর এক যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তা সত্যিই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে মানুষের কাছে।