আমতার গ্রামে ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষক, বেধড়ক মারধর

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষককে বেধড়ক পেটালেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার আমতা থানার পূর্ব গাজীপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব গাজীপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্বরূপ মাইতি দীর্ঘদিন ধরে সরকারি নিষেধাজ্ঞাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে পূর্ব গাজীপুর এলাকায় টিউশন পড়ান। অভিযোগ, মঙ্গলবার বিকেলে স্বরূপ মাইতির কাছে পড়তে আসেন ওই এলাকারই বাসিন্দা ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী। অভিযোগ, ছুটির পর অন্য পড়ুয়ারা বাড়ি ফিরে গেলেও ওই ছাত্রীকে কোচিং সেন্টারে বসিয়ে রাখেন শিক্ষক স্বরূপ মাইতি। স্বরূপ ওই ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

বাড়ি ফিরে ছাত্রীটি তার পরিবারকে জানায়। বিষয়টি জানাজানি হতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ছাত্রীর পরিবার ও স্থানীয় মানুষ। ওই স্কুল শিক্ষকের বাড়িতে চড়াও হন স্থানীয়রা। অভিযুক্ত শিক্ষককে বেঁধে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমতা থানার পুলিশ। পুলিশ এসে বিক্ষুব্ধ জনতার হাত থেকে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে। অভিযুক্ত শিক্ষককে চিকিৎসার জন্য আমতা হাসপাতালে ভর্তি করা হয়। শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীটির পরিবারের তরফে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। আপাতত আহত শিক্ষকের চিকিৎসা চলছে হাসপাতালে।