হাওড়ার সমস্ত দূর্গা প্রতিমা বিসর্জনের সময়সীমা বেঁধে দিল প্রসাশন

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : এবার হাওড়ার সমস্ত দূর্গা পুজো কমিটিগুলিকে ১০ অক্টোবরের মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। যদি কোনও প্রতিমা কার্নিভালের যাওয়ার ছাড়পত্র পায় তাহলে সেখেত্রে বিসর্জনের দিন একদিন বাড়ানো যাবে। শনিবার সকালে হাওড়ার শরৎ সদনে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে এই বিষয়টি ঘোষণা করা হয়। এদিন হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে পুজো গাইড ম্যাপ, চাইল্ড কেয়ারনেস ও হাওড়া সিটি পুলিশের নতুন অ্যাপস এই তিনটি কর্মসূচীর উদ্বোধন হয়। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর , এই নতুন অ্যাপসের মাধ্যমে মোবাইলে হাওড়ার সমস্ত পুজো মন্ডপের সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবেন দর্শনার্থীরা ।যেমন সেখানে কিভাবে যাওয়া যাবে সহ সব তথ্য তারমধ্যে পাওয়া যাবে।পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে হাইকোর্ট ও দমকলের সমস্ত নির্দেশ মেনেই পুজো পরিচালনা করতে হবে।এছাড়া সমস্ত পুজো মন্ডপে সিসি টিভি ক্যামেরা রাখতে হবে। দর্শনার্থীদের মন্ডপে ঢোকার ও বাহির হবার পথ বড় করতে হবে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরুপ রায়, লক্ষীরতন শুক্লা, সাংসদ প্রসূন ব্যানার্জি, বিধায়ক বৈশালী ডালমিয়া, হাওড়ার পুলিশ কমিশনার গৌরব শর্মা সহ হাওড়া সিটি পুলিশের একাধিক পদস্থ আধিকারিকরা।