পৃথ্বীশরাজ কুন্তী : এযেন এক অদ্ভুত আঁধার। বিশ্বজুড়ে মৃত্যু মিছিল। ভারতেও নিয়মিত পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এদেশে মৃতের সংখ্যাটাও নেহাতই কম নয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের সরকার আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনো ঝুঁকি নিতে চাইছেনা। সে-ই মার্চের শেষ দিকে শেষবার স্কুল-কলেজমুখী হয়েছিল পড়ুয়ারা। তারপর দীর্ঘ লকডাউন। প্রায় সাড়ে চারমাস আগে প্রিয় স্যার-ম্যাডামদের সাথে শিক্ষার্থীদের শেষবার দেখা হয়েছিল।
তারপর বাড়ির চারদেওয়ালের গন্ডিবদ্ধ জীবন একপ্রকার মানসিক অবসাদ ডেকে এনেছে বহু পড়ুয়া এমনকি অনেক শিক্ষক-শিক্ষিকার কাছেও। তা থেকেই ‘মুক্তি’র সন্ধানে অভিনব উদ্যোগ নিয়েছে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া কলেজের বাংলা বিভাগ। বিষয়টি আরেকটু খোলসা করা যাক। লকডাউনে বাড়িতে বসেই ভার্চুয়াল জগতকে কাজে লাগিয়ে নিয়মিত কবিতা পাঠের আসর বসাচ্ছে উলুবেড়িয়া কলেজের বাংলা বিভাগের পড়ুয়ারা। বাংলা বিভাগের অধ্যাপক অমর পাত্রের উদ্যোগেই মূলত এই ব্যতীক্রমী প্রয়াস। কবি ও সাহিত্যপ্রেমী হিসাবে পরিচিত অমর বাবু ফেসবুকে ‘উলুবেড়িয়া কলেজ-সাম্মানিক স্নাতক ও স্নাতকোত্তর বাংলা বিভাগ’ নামে একটি পেজ খুলেছেন।
সেই পেজে বাংলা বিভাগের পড়ুয়াদের পাশাপাশি কলেজের অন্যান্য বিভাগের সাহিত্যপ্রেমী পড়ুয়া-অধ্যাপকরাও নিয়মিত কবিতা পাঠ করছেন। এমনকি সংশ্লিষ্ট পেজে মাঝেমধ্যেই বাংলা সাহিত্যজগতের গুণী ব্যক্তিত্বরাও কবিতা পাঠে অংশ নিচ্ছেন। এপার বাংলার কবিদের পাশাপাশি ওপার বাংলার কবিরাও হাজির হচ্ছেন কবিতার ডালি নিয়ে। শুধু পড়ুয়া কিমবা সাহিত্যপিপাসু মানুষের দ্বারে কবিতা পাঠের মাধ্যমে মানসিক আনন্দ পৌঁছে দেওয়াই নয়; এভাবেই লকডাউনে দু’ই বাংলার সংস্কৃতির মেলবন্ধন ঘটাচ্ছে উলুবেড়িয়া কলেজের বাংলা বিভাগের এই ফেসবুক পেজ।
উদ্যোক্তা তথা বাংলা বিভাগের অধ্যাপক অমর পাত্র জানান, “সারা বিশ্ব যখন এক অস্থির সময়ের সম্মুখীন ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পড়ুয়া-অধ্যাপক-সাহিত্যপিপাসু মানুষের মধ্যে সাহিত্যের মধ্য দিয়ে মেলবন্ধন ঘটানোর লক্ষ্যে গত ২৪ শে জুন এই পেজটির যাত্রা শুরু হয়।উদ্বোধনী কবিতা পাঠে হাজির হন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য। এর পাশাপাশি, সাকিরা পারভীন, শাহনাজ নাজরিন, সৌমনা দাশগুপ্ত, বল্লরী সেন, অজিত বাইরির মতো দু’ই বাংলার বেশ কয়েকজন বিশিষ্ট কবি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা আমাদের আহ্বানে সাড়া দিয়ে কবিতা পাঠের আসরে অংশ নিয়েছেন। এছাড়াও বহু পড়ুয়া নিয়মিত কবিতা পাঠ করছেন।”
এখনো অব্ধি প্রায় ৫০ জনের কবিতা পেজে আপলোড করা হয়েছে বলে উদ্যোক্তারা জানান। কবিতার সাথে সাহিত্য ও তত্ত্বকথা নিয়েও আলোচনা চলছে এই বিশেষ পেজে। মাস দেড়েকের মধ্যেই ভার্চুয়াল জগতে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে সাহিত্যচর্চার এই পেজটি। বাংলা বিভাগ সূত্রে খবর, এখনো অব্ধি প্রায় ৬৬ হাজার মানুষ এই পেজের পোস্ট দেখেছেন এবং নিয়মিত প্রায় ৪ হাজার পাঠক এই কবিতা পাঠ ফলো করেন। দীপেন্দু, রামিজ, সৈকত, সমুজ্জ্বল, ঈপ্সিতার মতো সাহিত্যপ্রেমী ছাত্রছাত্রীরাও ভার্চুয়াল জগতে কবিতা পাঠের এহেন আসর একেবারে চেটেপুটে উপভোগ করছে।
উলুবেড়িয়া কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মুন্সী রামিজ রাজার কথায়, “দীর্ঘ প্রায় ৪ মাস কলেজের মুখ দেখিনি। দেখা হয়নি বন্ধুদের সাথেও। ঘরে বসে যখন একপ্রকার বিরক্ত হয়ে যাচ্ছি ঠিক সেই মুহুর্তে একমুঠো নির্মল বাতাস নিয়ে হাজির হল এই পেজ। সাহিত্যজগতের বহু গুণী মানুষের সান্নিধ্য যেমন আমাদের সমৃদ্ধ করছে; তার পাশাপাশি আমাদের সৃষ্টিশীল ভাবনাকেও আমরা তুলে ধরতে পারছি এই প্ল্যাটফর্মে। সত্যিই এ এক অনন্য উদ্যোগ।” ২২ শে শ্রাবণকে কেন্দ্র করে আগামী এক সপ্তাহ ধরে ভার্চুয়াল এই প্ল্যাটফর্মেই রবীন্দ্রনাথের গান, কবিতা, আলোচনা, নৃত্যের মাধ্যমেই কবিপ্রণামের বিশেষ আয়োজন করেছে উলুবেড়িয়া কলেজের বাংলা বিভাগ।