নিজস্ব সংবাদদাতা : রেশন দোকানে ‘অখাদ্য’ গম দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার পাঁচলার গঙ্গাধরপুর এলাকায়। সূত্রের খবর, গঙ্গাধরপুরের একটি রেশন দোকান থেকে সম্প্রতি চাল-আটার সাথে গম দেওয়া হয়।
গ্রাহকদের অভিযোগ, এবার রেশনে যে গম দেওয়া হয়েছে তার গুণগতমান এতোটাই খারাপ যা গোরুর খাবার অযোগ্য। ক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ, গমের মধ্যে মিশে রয়েছে খড়কুটো, পাটের কুঁচো, কড়াইয়ের খোসা, ইঁদুরের মল।
যদিও রেশন ডিলার জানান, গ্রাহকদের জন্য কয়েকশো বস্তা গম আসে। তাতে দু-এক বস্তা খারাপ আসতেও পারে। তবে গ্রাহকদের দেখেই দেওয়া হয়। ভুলবশত গ্রাহকদের খারাপ গম দেওয়া হলে তা পুনরায় পরিবর্তন করে দেওয়া হবে। পাঁচলা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ শান্তিরঞ্জন চক্রবর্তী জানান, “বিষয়টির সম্পর্কে ইতিমধ্যেই জেনেছি। তদন্তে করে বিষয়টি দেখা হবে।”