উলুবেড়িয়ার গ্রামে ভ্যাক্সিনেশনে ‘রাজনীতি’র অভিযোগ, পুলিশকে ঘিরে বিক্ষোভ, অভিযোগ অস্বীকার শাসকদলের

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আগে বিভিন্ন গ্রামে গ্রামে মেগা ভ্যাক্সিনেশনের উদ্যোগ নিয়েছে রাজ্য প্রশাসন। বাংলার বিভিন্ন প্রান্তের মতো গ্রামীণ হাওড়াতেও জোরকদমে ভ্যাক্সিনেশনের কাজ চলছে। এবার ভ্যাক্সিন নিয়ে রাজনীতি করছে তৃণমূল এমনটাই অভিযোগ তুলল বিজেপি। জানা গেছে, শনিবার উলুবেড়িয়া-২ ব্লকের জোয়ারগড়ি গ্রাম পঞ্চায়েতের তিনটি জায়গায় ১৪০০ মানুষকে ভ্যাক্সিন দেওয়া হয়।

স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, স্থানীয় তৃণমূল কার্যালয় থেকে ভ্যাক্সিনের কুপন বিলি করা হয়। এলাকাটি উলুবেড়িয়া উত্তর বিধানসভার অন্তর্গত। উলুবেড়িয়া উত্তর বিধানসভার বিজেপি নেতা চিরন বেরার অভিযোগ, জোয়ারগড়ি গ্রাম পঞ্চায়েতে আমাদের বর্তমানে সাতজন ও তৃণমূল কংগ্রেসের ৮ জন পঞ্চায়েত সদস্য রয়েছে। কিন্তু আমাদের বিজেপি পঞ্চায়েত সদস্যদের সম্পূর্ণ অন্ধকারে রেখে কেবল তৃণমূলের লোকেদের পার্টি অফিস থেকে ভ্যাক্সিন দেওয়া হয়েছে।

তাঁর অভিযোগ, বিজেপি করায় এলাকার বহু মানুষ ভ্যাক্সিন থেকে বঞ্চিত। ভ্যাক্সিনে রাজনীতির অভিযোগ তুলে এদিন ভ্যাক্সিনেশন সেন্টারে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা। এব্যাপারে স্থানীয় বিধায়ক নির্মল মাজি ও জোয়ারগড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মানিক মাখালের প্রতিক্রিয়া জানতে তাঁদের একাধিকবার ফোন করা হলেও তাঁরা ফোন ধরেননি।

এব্যাপারে উলুবেড়িয়া উত্তর তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন চক্রবর্তী জানান, “সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছে বিজেপি। স্বাস্থ্য দপ্তর নিয়ম মোতাবেক ভ্যাক্সিন দিচ্ছে।” এবিষয়ে উলুবেড়িয়া-২ ব্লকের বিডিওর কাছে জোয়ারগড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যরা লিখিত অভিযোগ জানিয়েছেন বলে জানা গেছে।