নিজস্ব সংবাদদাতা : ভোট শুরু হওয়ার সাথে সাথেই গ্রামীণ হাওড়ার বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির ছবি উঠে আসছে। এরইমধ্যে তৃণমূলের পোলিং ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শ্যামপুর বিধানসভার ডিএমঘাট-২ অঞ্চলের ১৭৩ নং বুথে।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের ক্যাম্প অফিসে ভাঙচুর চালিয়েছে। ভেঙে দেওয়া হয়েছে চেয়ার, ফেলে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পতাকা এমনটাই অভিযোগ করছেন ওই বুথের তৃণমূল নেতৃত্ব।